| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সৌদি যেতে বিদেশীদের করোনা সনদ লাগবে না


সৌদি যেতে বিদেশীদের করোনা সনদ লাগবে না


মুসলিম বিশ্ব ডেস্ক     06 March, 2022     08:37 PM    


এখন থেকে সৌদিতে যাওয়ার জন্য বিদেশীদের করোনা পরীক্ষার সনদ লাগবে না। এছাড়া সৌদিতে গিয়ে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না।  

করোনা সংক্রমণ কমে আসায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে ভ্রমণবিধির এই নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। শনিবার (০৫ মার্চ) থেকেই কার্যকর হয়েছে এই নির্দেশনা।

তবে শুধুমাত্র বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনা আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

নতুন ঘোষণায় অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে।

অমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সৌদি সরকার। নতুন নিয়মে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, লেসোথু, এস্বাতীনি, মোজাম্বিক ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭ দেশের নাগরিকরা সরাসরি ভ্রমণ করতে পারবেন সৌদিতে।