| |
               

মূল পাতা সারাদেশ সাভারে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


সাভারে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


মফস্বল ডেস্ক     06 March, 2022     08:43 PM    


সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় অবস্থিত নাভানা ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বুধবার (০৬ মার্চ) বিকেলের দিকে কারখানাটির লেখার সেকশনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 
 
প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, কারখানার যে স্থানটিতে আগুন লেগেছে সেখানে প্রায় দেড়শ লোক কাজ করতেন।

সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার নুর মোহাম্মদ জানান, আমাদের সাভার ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে ও ডিইপিজেড ফায়ার স্ট্যাশনও আশপাশ থেকে আরো ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হোসেন বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক। কারখানাটি রং ও ফার্নিচারের হওয়ায় আগুনের তীব্রতা বেশি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা সাভার