ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি 01 March, 2022 06:07 PM
জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় নবকুড়া খালে বেকু দিয়ে অবৈধ খনন করে দেদারছে মাটি বিক্রি চলছে।
স্থানীয়দের অভিযোগ, মমিন ও শাহ আলমসহ একটি মাটি বিক্রি চক্র নাওভাঙ্গা গ্রামের বেলালের বেকু গাড়ি মেশিন বসিয়ে খাল অবৈধভাবে খনন করে অবৈধভাবে মাটি বিক্রি করছে।
খালের পাড়ের সাদা মিয়াসহ অনেকেই জানান, এভাবে খাল খনন করে মাটি তুললে বর্ষা মৌসুমে খালের পাড় বসতভিটা ভাঙ্গনের হুমকির মুখে পড়বে। এছাড়াও স্থানীয় ইদগাহ মাঠ কেটে ঢেংগারগড় নূরুল হুদা সিনিয়র আলিম মাদ্রাসার মধ্য দিয়ে খাল থেকে গাড়ি দিয়ে মাটি আনা-নেওয়ার ফলে ঢেংগারগড় ইদগাহ মাঠ নষ্ট ও রাস্তা-ঘাট ও শিক্ষার পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে।
ঢেংগারগড় নূরুল হুদা সিনিয়র আলিম মাদ্রাসার মাদরাসার সুপার আব্দুল্লাহ ফারুক জানান, মাদ্রাসার মধ্য দিয়ে মাটির গাড়ি চলাচলের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়াও ধুলা-বালিতে মাদরাসার পরিবেশ নষ্ট হচ্ছে।
ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান জানান, খাল খনন করে অবৈধমাটি বিক্রি কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।