| |
               

মূল পাতা আন্তর্জাতিক প্রথমবার পাকিস্তানে গেলেন বিল গেটস


প্রথমবার পাকিস্তানে গেলেন বিল গেটস


রহমত ডেস্ক     17 February, 2022     04:17 PM    


মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন।

আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি (এসএপিএম) ডা. ফয়সাল সুলতান পাকিস্তানে বিল গেটসের একদিনের সফরের কথা নিশ্চিত করেছেন।

It is a pleasure to welcome Mr Bill Gates on his first ever visit to Pakistan. Planned engagements include review of progress on polio eradication; visits to NCOC and Ehsaas program as well as meeting the President, the PM and health leadership of the provinces.

— Faisal Sultan (@fslsltn) February 17, 2022

এক টুইট বার্তায় ফয়সাল সুলতান বিল গেটসকে পাকিস্তান সফরের জন্য স্বাগতম জানান। তিনি জানান, এই জনহিতৈষী প্রধানমন্ত্রী ইমরান খান, রাষ্ট্রপতি আরিফ আলভি ও প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। বিল গেটসকে তার প্রথম পাকিস্তান সফরে স্বাগত জানাতে পেরে আনন্দিত।পোলিও নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টার একটি পর্যালোচনায় অংশ নেবেন বিল গেটস।