| |
               

মূল পাতা আন্তর্জাতিক প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না : বিজেপির সাংসদ


প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না : বিজেপির সাংসদ


আন্তর্জাতিক ডেস্ক     17 February, 2022     04:13 PM    


ভারতের মধ্য প্রদেশের ভোপালের বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর সতর্ক করে বলেছেন, প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না। প্রকাশ্যে হিজাব পরার দরকার নেই। কারণ হিন্দুরা নারীদের পূজা করে। আপনি যদি দেশের স্কুল-কলেজের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেন এবং হিজাব পরা শুরু করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মধ্য প্রদেশের একটি মন্দিরের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি বলেন।

প্রজ্ঞা ঠাকুর বলেন, হিজাব হলো একটি পর্দা। যারা আপনাকে খারাপ নজরে দেখছে, তাদের থেকে আড়াল করার জন্য পর্দার ব্যবহার প্রয়োজন। কিন্তু এটি নিশ্চিত যে হিন্দুরা তাদের খারাপ নজরে দেখে না। কারণ হিন্দুরা নারীদের পূজা করে।

গত বছরের ডিসেম্বর থেকে কর্ণাটকে হিজাব সঙ্কট শুরু হয়। গত ২৮ ডিসেম্বর কর্ণাটকের উড়ুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়া নিয়ে সঙ্কটের সূত্রপাত হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিন দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিলেন। বিক্ষোভরত একটি মেয়ে আদালতে এ নিয়ে আবেদনও করেন। বর্তমানে কর্ণাটকের হাইকোর্টে মামলাটি বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়া অবধি কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে হিজাব পরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না।