| |
               

মূল পাতা রাজনীতি ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন নয়, নির্বাচনকালীন সরকার’


‘সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন নয়, নির্বাচনকালীন সরকার’


রহমত ডেস্ক     16 February, 2022     07:49 PM    


জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন কমিশন সরকারের ক্ষমতার বৈধতা দেওয়ার উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে না। জনগণের ভোটাধিকার সুরক্ষা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন নয়, মূল বিষয় হচ্ছে— নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকারের মূল এজেন্ডাকে পাশ কাটিয়ে বিদ্যমান সংকটের সমাধান করা যাবে না। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে গঠিত যে কোনও নির্বাচন কমিশনই হবে হুদা কমিশনের নামান্তর। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অবশ্যই প্রয়োজন। বর্তমান দলীয় সরকার ক্ষমতায় রেখে কোনও নির্বাচন কমিশনই তাদের ওপরে অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে না।

আজ (১৬ ফেব্রুয়ারি) বুধবার জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির উদ্যোগে কাজী আরেফ আহম্মেদসহ জেএসডির প্রয়াত ও শহীদ নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযুদ্ধা মো. সিরাজ মিয়ার সভাপতিত্বেস্মরণসভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ চৌধুরী, আবদুল্লাহ তারেক, এস এম সামছুল আলম নিক্সন, মোশাররফ হোসেন মন্টু, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।