| |
               

মূল পাতা আন্তর্জাতিক বোরকা পরা মুসলিম নারীদের পেটাল ভারতীয় পুলিশ


বোরকা পরা মুসলিম নারীদের পেটাল ভারতীয় পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক     16 February, 2022     01:56 PM    


জানুয়ারির শেষের দিকে উদুপি সরকারি মহিলা কলেজে যখন ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস করতে দেওয়া হয়নি, তখন থেকেই বিতর্কের সূত্রপাত। ৮ ফেব্রুয়ারি ভারতের কর্ণাটকের একটি কলেজের হিজাব পরহিত ছাত্রী মুসকানকে গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

মুসকানের ওই মোকাবিলা করার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আলোড়ন সৃষ্টি করেো।

এরমধ্যে উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বোরকা পরে প্রতিবাদ জানায় মুসলিম নারীরা। সে সময় প্রতিবাদরত ওই সব নারীকে লাঠি দিয়ে পিটিয়েছে ভারতীয় পুলিশ। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম নারীদের হটানোর চেষ্টা করছে। বোরকা পরা এক নারীকে পুলিশ লাঠি দিয়ে পেটালে তিনি তাতে বাধা দেন।

পুলিশের এমন কার্যকলাপের বিরুদ্ধে অনেকে সমালোচনা করেছেন।