| |
               

মূল পাতা আন্তর্জাতিক ১৪ বিয়ে করে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন রমেশ


১৪ বিয়ে করে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন রমেশ


আন্তর্জাতিক ডেস্ক     15 February, 2022     03:21 PM    


ভারতে ডাক্তার সেজে প্রতারণা করে ১৪ জন নারীকে বিয়ে করা এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বিধুপ্রকাশ সোয়াইন ওরফে রমেশ। ভারতের ওড়িশায় এ ঘটনা ঘটে।

বিধুপ্রকাশের বাড়ি তল্লাশি করে ১১টি এটিএম কার্ড ও চারটি ভুয়া আধার কার্ড পাওয়া গেছে। কার্ডগুলোতে নানা রকম নাম ব্যবহার করেছিলেন তিনি।

৫৪ বছর বয়সী এই ব্যক্তি মূলত মাঝবয়সি অথবা তালাকপ্রাপ্ত নারীদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ওড়িশার ভুবনেশ্বরের ডেপুটি পুলিশ কমিশনার উমাশংকর দাস জানান, ওড়িশা ছাড়াও পাঞ্জাব, দিল্লি, আসাম, ঝাড়খণ্ডের মোট সাতটি শহরে প্রতারণার জাল ছড়িয়েছিলেন বিধুপ্রকাশ। নিজের পরিচয় দিতেন ডাক্তার বলে। কোথাও কোথাও সরকারি অফিসারের পরিচয়ও দিয়েছিলেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মূলত বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটগুলোতে তিনি ফাঁদ পাততেন। পুলিশ জানতে পেরেছে, তিনি যে নারীদের টার্গেট বানাতেন তারা বেশির ভাগই উচ্চশিক্ষিত এবং সরকারি-বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মী। তাদের বিপুল অর্থের দিকেই নজর থাকত বিধুপ্রকাশের।

জানা যাচ্ছে, ২০০২ সাল থেকেই তার এই বিয়ের নামে প্রতারণার সূত্রপাত। এইভাবেই চলেছিল ১৯ বছর। ২০২১ সালের জুলাই মাসে দিল্লির এক স্কুলশিক্ষিকা জানতে পারেন অভিযুক্তের একাধিক বিয়ের বিষয়ে। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।

বিধুপ্রকাশকে হায়দরাবাদে গ্রেপ্তার করা হয়েছিল টাকার বিনিময়ে চাকরির ভুয়া প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে। সেসময় প্রতারণার মাধ্যমে মোট ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। পরে ১৪টি বিয়ের কেলেঙ্কারির বিষয়টি সামনে এল।

সূত্র:  ইন্ডিয়ান একপ্রেস