| |
               

মূল পাতা রাজনীতি হিজাব মুসলিম নারীদের সাংবিধানিক অধিকার: মাওলানা হামিদী


হিজাব মুসলিম নারীদের সাংবিধানিক অধিকার: মাওলানা হামিদী


নিজস্ব প্রতিনিধি     13 February, 2022     08:12 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘হিজাব' পরা মুসলিম নারীদের সাংবিধানিক অধিকার। এটা শুধু এক টুকরো কাপড় নয়। এটা নারীদের জন্য কুরআন-হাদিসের ফরয বিধান। এটা মুসলিম নারীদের সম্মান বৃদ্ধি করে। এটা মুসলিম নারীর গর্ব। 

রবিবার (‌১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা হামিদী বলেন, কর্ণাটকে যা হচ্ছে, তা ইসলামী বিধানে হস্তক্ষেপ এবং ভারতসহ সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় বিধান পালনের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

তিনি বলেন, একজন মানুষের ধর্মীয় পোশাক পরিধানে বাধা প্রদান করার অধিকার কোন সংবিধানে নেই। তাই কর্ণাটকসহ কোনো  শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় বিধান পালনের স্বাধীনতা হরণ এবং নারীদের কলঙ্কিত ও অপমানিত করার শামিল। তিনি অবিলম্বে ভারতের মুসলিমদেরকে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করার অধিকার প্রদানের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।