| |
               

মূল পাতা সারাদেশ সুবর্ণচরে দুটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়


সুবর্ণচরে দুটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়


আরিফ সবুজ, নোয়াখালী প্রতিনিধি     11 February, 2022     08:47 AM    


৮ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে ৷ বৃহস্পতিবার সারাদেশে ৮টি ইউনিয়নের মধ্যে নোয়াখালীর সুবর্ণচরে চর জুবিলী ও চর জব্বরে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে৷ এতে চরজব্বরে নৌকা প্রার্থী তরিকুল ইসলামকে হারিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার এডভোকেট ওমর ফারুক ১০১৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন৷ এতে তরিকুল ইসলাম পেয়েছে ৫৯৬৮ ভোট ও এডভোকেট ওমর ফারুক পেয়েছেন ১৬১২১ ভোট৷ 

অন্যদিকে চর জুবিলী ইউনিয়নেও নৌকা প্রার্থী মো. হানিফ চৌধুরীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ খসরু ৬৮৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন৷ এতে নৌকা প্রার্থী মো. হানিফ চৌধুরী পেয়েছেন ৫৬৮২ ভোট ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ খসরু পেয়েছেন ১২৫৮০ ভোট৷ 

সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন৷ তিনি আরও জানান, সুবর্ণচরের ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের নির্বাচন ১ম ধাপে সম্পন্ন হয়েছে৷

এতে ২টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৫জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৩জন প্রার্থী৷  দুটি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৭১৬১৯ জন৷ 
 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী সুবর্ণচর