| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ফের নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ


ফের নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ


রহমত ডেস্ক     21 January, 2022     09:36 PM    


নিরাপদ সড়কের দাবিতে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে রামপুরার আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সে সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকে। এমন সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করলেন, যার সাড়ে তিন ঘণ্টা আগে অর্থাৎ সকাল সাতটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনের। প্রতিদিনই সড়কে প্রাণ ঝরছে। গতকাল বৃহস্পতিবারও রাজধানীর মগবাজারে দুই বাসের মাঝে চাপা পড়ে এক কিশোর হকার প্রাণ হারিয়েছে। আজ (২১ জানুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীর রামপুরা ব্রিজের নিচে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী ও কর্মসূচির মুখপাত্র সোহাগী সামিহা নেতৃত্ব দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, গত ৩১ ডিসেম্বরের মধ্যে নিরাপদ সড়ক প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া ছিল। কিন্তু দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। তাই তাঁরা আবার সড়কে নেমেছেন। যতদিন এ দাবি বাস্তবায়ন করা না হবে, ততদিন এ কর্মর্সূচি চলবে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা। কর্মসূচির মুখপাত্র সোহাগী সামিহা বলেন, ‘আমরা ২০ দিনের বেশি সময় দেওয়ার পরও প্রশাসনের কোনো উদ্যোগ দেখিনি। সড়কে সাংবাদিকরাও মারা যাচ্ছে। দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। সড়কে দেশের মেধাবী সম্পদ পিষে মারা হচ্ছে। শ্রমজীবীরা মারা যাচ্ছে। এভাবে আমরা আর বসে থাকতে পারি না। তাই আমরা আবার সবাই সড়কে চলে এসেছি। আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, সকাল সাড়ে ১০টার দিকে ৮ থেকে ১০ জনের মতো শিক্ষার্থী রামপুরা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে জড়ো হন। সে সময় তারা পোস্টার মারছিলেন বিভিন্ন স্থানে। পরে আরও কিছু শিক্ষার্থী তাঁদের সঙ্গে যোগ দেন। এরপর তারা পোস্টার হাতে রেখে স্লোগান দিতে থাকেন। সেখানে মানববন্ধন করেন। পালন করেন বিক্ষোভ কর্মসূচি। বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে চলে যান।’

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা রামপুরা