| |
               

মূল পাতা সারাদেশ বরিশালে আন্তর্জাতিক কিরাত মাহফিল অনুষ্ঠিত


বরিশালে আন্তর্জাতিক কিরাত মাহফিল অনুষ্ঠিত


রহমত ডেস্ক     08 January, 2022     01:30 PM    


ইন্টারন্যাশনাল কিরাত রিসাইটেশন অ্যাসোসিয়েশন-ইকরার উদ্যোগে এবং আল কুরআন একাডেমি বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কিরাত মাহফিল। কুরআনের পাখিদের সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী তেলাওয়াতে বিমোহিত জনতার আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। জাগ্রত হয়ে ওঠে তৌহিদি জনতা। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ কেরাত মাহফিলে কুরআন প্রেমিক জনতার ঢল নামে। বাংলাদেশে ২১তম এবং এটি বরিশালে তৃতীয় আন্তর্জাতিক কিরাত মাহফিল।

পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করেন শায়খুল কুররা আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মিসরের প্রখ্যাত কারি শাইখ তহা আন নোমানি, ইরানের কারি হামেদ আলী জাদেহ, আফগানিস্তানের কারি আলী রেজা রেজায়ি, ফিলিপাইনের কারি মুহাম্মদ নাজির আসগর। এছাড়াও কুরআন তিলাওয়াত করেন আল কুরআন একাডেমির সদস্য সচিব কারি আব্দুল মান্নান, কারি মুমিনুল ইসলাম, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোকনুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া ।

স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা শরফুদ্দিন বেগের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসাইন, গুঠিয়া জামে মসজিদের খতিব ড. আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে পবিত্র আল কুরআনের সুমধুর তেলাওয়াত শোনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আল কুরআন একাডেমি বরিশালের সভাপতি প্রফেসর ড. মো: মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক প্রফেসর মো: আবদুর রব। এ কেরাত মাহফিলে হাজার হাজার তৌহিদি জনতার ঢল পরিলক্ষিত হয়। আলেম-ওলামাদের পাশাপাশি ধর্মপ্রাণ জনতা কুরআনের পাখিদের গগণবিদারী তেলাওয়াতের সুরের মূর্ছনায় আবেগাপ্লুত হয়ে ওঠে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল বরিশাল বরিশাল সদর