| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি কাল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে বিএনপি


কাল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে বিএনপি


রহমত ডেস্ক     04 January, 2022     06:42 PM    


২০১৪ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন’ আখ্যা দিয়ে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এজন্য আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগরসহ দেশের জেলা সদরে প্রতিবাদী এ কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকায় এ কর্মসূচি বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ কর্মসূচিটির আয়োজন করবে।

আজ (৪ জানুয়ারি) মঙ্গলবার  দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন করেছে আওয়ামী সরকার। সেখানে ভোটারদের উপস্থিতি ছিল না।

রিজভী বলেন, বিরোধীদলসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল সে নির্বাচন প্রত্যাখ্যান করেছিল, বর্জন করেছিল। অথচ এ সরকার গায়ের জোরে, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে একতরফা নির্বাচন করেছে। এটি সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হত্যা করা।’ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার কসাইয়ে পরিণত হয়েছে। এটা এখন থেকে নয়, আরও অনেক দিন আগে থেকেই। তাই, আগামীকাল ৫ জানুয়ারি ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।