| |
               

মূল পাতা জাতীয় তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সকল অন্যায় দূর হবে: মেয়র আতিক


তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সকল অন্যায় দূর হবে: মেয়র আতিক


রহমত ডেস্ক     01 January, 2022     09:43 PM    


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার দূর হয়ে যাবে। প্রতিটি তরুণই সম্ভাবনাময়, প্রতিটি তরুণই চেইঞ্জ মেকার। তাই দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে। 

শনিবার (০১ জানুয়ারি) বিকালে রাজধানীর বনানী বিটিসিএল মাঠে বিডি ক্লিন আয়োজিত ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েই দেশপ্রেমিক তরুণরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, প্রিয় মাতৃভূমিকে করেছিল শত্রুমুক্ত, যার ফলে অর্জিত হয় লাল-সবুজের পতাকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।