| |
               

মূল পাতা জাতীয় ডিসেম্বরে সড়কে ঝড়লো ৬৬ শিক্ষার্থীসহ ৪১৮ জনের প্রাণ


ডিসেম্বরে সড়কে ঝড়লো ৬৬ শিক্ষার্থীসহ ৪১৮ জনের প্রাণ


রহমত ডেস্ক     01 January, 2022     09:16 PM    


কমছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। বিদায়ী বছরের শেষ মাসেও (ডিসেম্বর) সারাদেশে ৬৬ জন শিক্ষার্থীসহ ৪১৮ জনের মৃত্যু হয়েছেন। মোট নিহতের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯ জন শিশু রয়েছে।

শনিবার (১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে।

সংগঠনটি জানায়, গেলো মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৮ জন। আর আহত হয়েছেন ৪৯৭ জন। এ পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ এর ডিসেম্বরে গড়ে সড়কে প্রতিদিন নিহত হয়েছেন প্রায় ১৩ জন। সড়ক দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩৩৯ জন। যা দুর্ঘটনার প্রায় ৮১ দশমিক ১০ শতাংশ।

এছাড়া ডিসেম্বরে তিনটি নৌডুবির দুর্ঘটনায় তিনজন নিহত এবং আটজন নিখোঁজ রয়েছেন। সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় ৪৯ জন নিহত, ৩৪ জন আহত হয়ে চিকিৎসাধীন এবং অজ্ঞাত যাত্রী নিখোঁজ রয়েছেন। ১৩টি রেলপথ দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।