| |
               

মূল পাতা উপমহাদেশ বঙ্গবন্ধু বেঁচে থাকলে পাকিস্তানের কাছে ক্ষমার দাবি তুলতেন : সাবেক রাষ্ট্রদূত


বঙ্গবন্ধু বেঁচে থাকলে পাকিস্তানের কাছে ক্ষমার দাবি তুলতেন : সাবেক রাষ্ট্রদূত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     05 December, 2021     01:38 AM    


বঙ্গবন্ধু থাকলে ১৯৭১ সালের অপরাধের জন্য পাকিস্তানের কাছে ক্ষমার দাবি তুলতেন বলে মন্তব্য করেছেন খোদ পাকিস্তানের একজন সাবেক রাষ্ট্রদূত। ওই কর্মকর্তার নাম হোসেন হাক্কানি। তিনি পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে হাডসন ইনস্টিটিউটের দক্ষিণ ও মধ্য এশিয়ার পরিচালক।

রোববার (৫ ডিসেম্বর) ঢাকায় ‘বিশ্ব শান্তি সম্মেলন-২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭০ সালে জাতীয় নির্বাচনে প্রচারণা চালাতে পাকিস্তানে গিয়েছিলেন বঙ্গবন্ধু। করাচি ন্যাশনাল পার্কের জনসভায় পশ্চিম পাকিস্তান ও তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের জন্য ন্যায় প্রতিষ্ঠা, অধিকার, গণতন্ত্র ও ন্যায্যতার দাবিতে বঙ্গবন্ধু সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন।যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, আমি নিশ্চিত, তিনি পাকিস্তানকে বাংলাদেশের ওপর ১৯৭১ সালে অত্যাচার চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে বলতেন। আমার মতো আরও অনেক পাকিস্তানিও এটা সমর্থন করে।’

তিনি বলেন, ‘এই দাবি সবার। যারা বিশ্বাস করে সমষ্টিগত ক্ষমাপ্রার্থনা কষ্ট মোচন করে এবং দুই দেশের মধ্যে ভুলে ভরা অতীতকে পেছনে ফেলে নতুন সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।’

অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক এই রাষ্ট্রদূত জানান, তিনি ১৪ বছর বয়সে করাচিতে প্রথম ও শেষবার বঙ্গবন্ধুকে দেখেছিলেন এবং তখন থেকেই তার ভক্ত হয়ে যান।

/জেআর/