| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা যুদ্ধাপরাধ : ফিলিস্তিন


আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা যুদ্ধাপরাধ : ফিলিস্তিন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     05 December, 2021     01:46 AM    


আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ফিলিস্তিন। দেশটি বলছে, অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের পুলিশ কর্তৃক মারাত্মক আহত এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাও একই তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্তৃপক্ষ মোহাম্মদ সালিমাকে খুন করার ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে।

শনিবার মোহাম্মদ সালিমা নামের ২৫ বছর বয়সী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি পুলিশ। পুরনো জেরুসালেম শহরের বাইরে দামেস্ক গেটের কাছে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ইসরাইলি পুলিশের অভিযোগ, মোহাম্মদ সালিমা নামের ওই যুবক ছুরি হামলা করেছে।

এক মানবাধিকারকর্মীর ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদ সালিমা মারাত্মক আহত হয়ে শুয়ে আছেন, তারপরেও তাকে গুলি করে যাচ্ছেন এক ইসরাইলি পুলিশ কর্মকর্তা। এছাড়া চিকিৎসকদেরও পিস্তলের ভয় দেখিয়ে ওই ফিলিস্তিনি যুবকের কাছে যেতে দিচ্ছেন না তিনি।

/জেআর/