| |
               

মূল পাতা করোনাভাইরাস জুলাইয়ের পর করোনায় মৃত্যুর রেকর্ড ভারতে


জুলাইয়ের পর করোনায় মৃত্যুর রেকর্ড ভারতে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     05 December, 2021     12:24 AM    


গত জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড হলো প্রতিবেশী দেশ ভারতে। জানা গেছে, দেশটির দুটি রাজ্যে মৃত্যুর সংখ্যা সংশোধন করায় এ রেকর্ড হয়।

রোববার (৫ ডিসেম্বর) রয়টার্স জানায়, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দেশের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য নথিবিহীন ২ হাজার ৪২৬ জনের মৃত্যুর তথ্য করোনায় প্রাণহানির তালিকায় যোগ করেছে।

অন্যদিকে একই দিনে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ২৬৩ জনের মৃত্যু ওই তালিকায় যুক্ত করা হয়েছে। সংশোধিত এই পরিসংখ্যানের ফলে দেশটিতে করোনায় একদিনে ২ হাজার ৭৯৬ জনের প্রাণহানি ঘটেছে; যা গত ২১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ।

সরকারি হিসাব অনুযায়ী করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জন। নতুন করে দেশটিতে ওমিক্রন শনাক্ত হওয়ায় করোনা ফের বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ দিল্লিতেও ওমিক্রন শনাক্ত হয়েছে।

/জেআর/