| |
               

মূল পাতা আন্তর্জাতিক এবার সেই বৌদ্ধ স্থাপনা পাহারা দিচ্ছে তালেবান


এবার সেই বৌদ্ধ স্থাপনা পাহারা দিচ্ছে তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     08 October, 2021     09:32 PM    


আগের বার ক্ষমতায় এসে যে-বৌদ্ধ স্থাপনায় গৌতম বুদ্ধের দুটি মূর্তি ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল তালেবান। এবার সেই স্থানটিই পাহারা দিচ্ছেন তালেবানের সশস্ত্র যোদ্ধারা।

শুক্রবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বামিয়ান প্রদেশের সাংস্কৃতিক বিষয়ক কার্যালয়ের সদ্য নিয়োগ পেয়েছেন সাইফুর রহমান মুহাম্মদি। বিশ্ব ঐতিহ্য ধ্বংস করার মতো গর্হিত কাজ করে মূর্তি উড়িয়ে দেওয়া উচিত হয়েছিল কী না জানতে চাইলে সাইফুর রহমান তার বিব্রত অবস্থা লুকাতে পারেননি বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, আমি আসলেই এ ব্যাপারে মন্তব্য করতে পারছি না। আমি তখন খুব ছোট ছিলাম। তারা যদি সত্যিই মূর্তি ধ্বংস করে থাকে, তাহলে নিশ্চয়ই এর পেছনে কারণ ছিল। তবে এখন আমরা আমাদের দেশের ঐতিহ্যবাহী স্থান রক্ষায় বন্ধ পরিকর। এটা আমাদের দায়িত্ব।

সাইফুর জানান, তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া ইউনেস্কোর কর্মীদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। তাদের নিরাপত্তার ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এএফপি জানায়, বামিয়ান উপত্যকার ওই ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ স্থাপনার কাছে দুই তরুণ তালেবান যোদ্ধাদের অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে।

/জেআর/