| |
               

মূল পাতা আন্তর্জাতিক সীমান্তে ইসরাইলের উপস্থিতি বিন্দুমাত্রও সহ্য করা হবে না : ইরান


সীমান্তে ইসরাইলের উপস্থিতি বিন্দুমাত্রও সহ্য করা হবে না : ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 September, 2021     03:56 AM    


সীমান্তের কাছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিন্দুমাত্র উপস্থিতিও সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের সীমান্তের কাছে ইসরাইলের প্রতীকী কোনো উপস্থিতিও সহ্য করা হবে না। জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যা কিছু করা দরকার, তার সবই করা হবে।

খাতিবজাদে বলেন, ইরান সব সময় অন্যের ভূখণ্ড দখলের বিরোধিতা করে এসেছে। সব দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক সীমানার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় তেহরান। একইসঙ্গে তিনি সব প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

তিনি বলেন, উত্তর-পশ্চিম সীমান্তের কাছে যে মহড়ার আয়োজন করা হয়েছে, তা সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয়। গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নেবে।

/জেআর/