| |
               

মূল পাতা আন্তর্জাতিক গালে চড়ের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে ডিম নিক্ষেপ


গালে চড়ের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে ডিম নিক্ষেপ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 September, 2021     01:35 AM    


ফ্রান্সের সেই প্রেসিডেন্ট এবার শিকার হলেন ডিম হামলার। এর আগে থাপ্পড় খেয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ; যিনি চরম ইসলামবিদ্বেষী মন্তব্য করে বিশ্বজুড়ে বিতর্কিত হয়েছিলেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সোমবার ফ্রান্সের শহর লিয়ঁর একটি বাণিজ্য মেলায় এলে ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে চেঁচিয়ে এক ছাত্র বলে ওঠেন ‘ভিভা লা রেভলিউশন’। অর্থাৎ ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’। খবর সিএনএন ও ইন্ডিপেনডেন্ট ইউকের।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, ডিমটি ম্যাখোঁর মাথায় না ভাঙলেও তার কাঁধ আলতোভাবে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। তবে ঘটনার আকস্মিকতায় ম্যাখোঁ চমকে গিয়েছিলেন।

তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি পুলিশ পরিষেবার ছাত্র। তবে রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে তিনি চরম বামপন্থী। তবে কেন বা কীসের প্রতিবাদে তিনি ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছুড়েছিলেন, তা জানা যায়নি।

এর আগে, চরম সাম্প্রদায়িক এ প্রেসিডেন্ট এক ব্যক্তির হাতে চড় খেয়েছিলেন।

/জেআর/