| |
               

মূল পাতা আন্তর্জাতিক জার্মানির নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত ১৮ প্রার্থীর বিজয়


জার্মানির নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত ১৮ প্রার্থীর বিজয়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 September, 2021     02:47 PM    


জার্মানির জাতীয় নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত ১৮ জন প্রার্থী বিজয় লাভ করেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তুর্কি বংশোদ্ভূতদের মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসপিডি) হয়ে জয় পেয়েছেন ৯ জন। গ্রিন পার্টির হয়ে জয় পেয়েছেন পাঁচজন। আর তিনজন নির্বাচিত হয়েছেন জার্মান লেফট পার্টি থেকে। অপর আইনপ্রণেতা হলেন— তুরস্কের বংশোদ্ভূত গ্রিসের নাগরিক তাকিস মেহমেত আলী।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তুরস্কের বংশোদ্ভূত শতাধিক প্রার্থী অংশ নেন। এদের মধ্যে ১৮ জন প্রার্থী জয় লাভ করেন।

উল্লেখ্য, এ নির্বাচনে জার্মানির দীর্ঘদিন ক্ষমতায় থাকা চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দল পরাজিত হয়।

/জেআর/