| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের শীর্ষ ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে হত্যার দায়ে মুসলিম আটক


ইসরাইলের শীর্ষ ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে হত্যার দায়ে মুসলিম আটক


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 September, 2021     01:52 AM    


অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের শীর্ষ মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী আভি হার ইভানকে হত্যায় জড়িত থাকার অভিযোগে একজন মুসলিমকে আটক করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, বিজ্ঞানী যে হোটেলে ছিলেন, সেখানে বিস্ফোরণ ঘটানোর জন্য হাসান ঈদ নামের এক মুসলমানকে গ্রেফতার করা হয়েছে। ইসরাইলি অ্যাটর্নি জেনারেলের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।   

কয়েকে মাস আগে গাজায় ইসরাইলি আগ্রাসনের সময় দখলদার ইসরাইলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য, কয়েক মাস আগে আক্রা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আভি হার ইভান তখন ঐ হোটেলে ছিলেন। ইসরাইলি গণমাধ্যমে তখন বলা হয়েছিল, আগুন ও ধোয়ার কারণে তিনি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আভি হার ইভান দখলদার ইসরাইলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান। তিনি ইসরাইলের ক্ষেপণাস্ত্র শিল্পে ব্যাপক অবদান রেখেছেন।

/জেআর/