| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সবার আগে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব?


সবার আগে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব?


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 August, 2021     01:48 PM    


আফগানিস্তানে তালেবানের শাসনকে সবার আগে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি আরবের সরকার।

গতকাল (সোমবার) বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে যে, তালেবানের প্রতি রিয়াদ তাদের সমর্থন ব্যক্ত করেছে। রাশিয়ার ‘স্পুৎনিক' বার্তা সংস্থা জানিয়েছে, প্রথম দেশ সৌদি আরব যারা তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে।

তবে এই রিপোর্ট সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।

অন্যদিকে আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলো থেকে তাদের কর্মী সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। রিয়াদ এও বলেছে যে, সৌদি সরকার আশা করে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আফগান জনগণের প্রতি সমর্থন ঘোষণা করছে রিয়াদ। আফগানিস্তানের ঘটনাবলিকে সৌদি সরকার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগে, গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালেবান দেশটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি হেলিকপ্টারভর্তি টাকা নিয়ে পালিয়ে গেছেন।

/জেআর/