মূল পাতা মুসলিম বিশ্ব ২৪ ঘণ্টায় ৪৩৯ তালেবানকে হত্যা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 12 August, 2021 07:07 AM
আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর অভিযানে তালেবানের ৪৩৯ জন সদস্য নিহত হয়েছেন। অভিযানে আরও কমপক্ষে ৭৭ তালেবান সদস্য আহত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের নানগরহার, লাঘমান, লোগার, পাকতিয়া, উরুজগান, জাবুল, ঘোর, ফারাহ, বালখ, হেলমান্দ কাপিসা এবং বাঘলান প্রদেশে আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর (এএনডিএসএফ) অভিযানে ৪৩৯ তালেবান নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন।
কান্দাহার প্রদেশে পৃথক বিমান হামলায় তালেবানের আরও ২৫ সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর টুইটে বলা হয়েছে, গতকাল কান্দাহারে আফগান বিমান বাহিনীর হামলায় তালেবানের ২৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে তুমুল লড়াই চলছে। দ্রুত গতিতে আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালেবান। ইতোমধ্যে সশস্ত্র গোষ্ঠীটি দেশটির ৯টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। আরও ১১টি প্রাদেশিক রাজধানী দখল অথবা দখলের হুমকিতে রয়েছে।
/জেআর/