| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তালেবানের হাতে কাবুলের পতন হতে যাচ্ছে?


তালেবানের হাতে কাবুলের পতন হতে যাচ্ছে?


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 August, 2021     07:03 AM    


তালেবানের হাতে কবে নাগাদ কাবুলের পতন হতে যাচ্ছে এমন ছক কষতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা গোয়েন্দাদের তথ্যের বরাত দিয়ে রয়টার্সকে জানান, তালেবান আগামী ৩০ দিনের মধ্যে দেশটির রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে। খবর রয়টার্স-এর।

বুধবার (১১ আগস্ট) নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেন, কাবুলের পতন নিয়ে মার্কিন গোয়েন্দারা নতুন মূল্যায়ন করেছেন। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ায় দেশজুড়ে তালেবানের দ্রুত অগ্রগতির ফলে কাবুলের ব্যাপারে ওই ভবিষ্যদ্বাণী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে।

তিনি বলেছেন, ‌‘এটি কোনও আগাম অনুমান নয়। তবে আফগান নিরাপত্তা বাহিনী আরও প্রতিরোধ গড়ে তুলে গতি পরিবর্তন করতে পারে।’

প্রসঙ্গত, দ্রুত গতিতে আফগানিস্তানের দখল নিচ্ছে তালেবান। ইতোমধ্যে সশস্ত্র গোষ্ঠীটি দেশটির ৯টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। আরও ১১টি প্রাদেশিক রাজধানী দখল অথবা দখলের হুমকিতে রয়েছে।

/জেআর/