| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিক্ষোভে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইল


বিক্ষোভে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 July, 2021     02:44 PM    


ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী। ওই কিশোরের নাম মোহাম্মদ মুনির আল তামিমি। পশ্চিমতীরে ইসরাইলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিল ১৭ বছর বয়সি ওই কিশোর।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিক্ষোভে ইসরাইলি বাহিনী গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

নাবি সালেহ গ্রামে বিক্ষোভের সময় তার পেটে গুলি করে ইসরাইলি বাহিনী। গুরুতর আহত এই কিশোর পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তামিমির মায়ের দাবি, ইসরাইলি বাহিনী তাকে ঠাণ্ডা মাথায় খুন করেছে। একটি ভিডিও দেখা গেছে, ইসরাইলি বাহিনী তার ঘরের দরজা খুলে শরীরে গুলি করে।

এদিকে রেড ক্রিসেন্ট বলছে, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘাতে এখন পর্যন্ত ৩২০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন, রাবার বুলেটে জখম হয়েছেন ৬৮ জন এবং অন্যদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ওই কিশোরের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন। তার লাশ নিয়েও ব্যাপক বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনে।

/জেআর/