| |
               

মূল পাতা সারাদেশ মাস্ক না পরায় জরিমানা দিলেন হামদর্দ কর্মকর্তা


মাস্ক না পরায় জরিমানা দিলেন হামদর্দ কর্মকর্তা


হাতিয়া প্রতিনিধি     06 July, 2021     01:37 PM    


করোনার সময়ে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের ৫ম দিনে জনসাধারণকে সচেতন করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাজারে বাজারে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার দুপুরে অভিযান চলার সময় হামদর্দ ল্যাবরেটরীজে গিয়ে দেখা যায়, একজন কর্মকর্তা অফিসে বসে কাজ করছেন। মুখে মাস্ক নেই। যেখানে স্বাস্থ্য সেবা দেওয়া হয়, সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই।

এ সময় মাস্কের বিষয়ে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেননি ওই কর্মকর্তা। পরে তাকে স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি আইন অমান্য করায় ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান হোসেন।
 
প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে ঘোরাঘুরি করা ও মাস্ক না পরায় ওছখালী মোড়ে ব্যবসায়ী, পথচারী ও যানবাহনকে ৬টি মামলায় ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

/জেআর/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী হাতিয়া