| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মার্কিন সেনা থাকলে আমাদেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে : তালেবান


মার্কিন সেনা থাকলে আমাদেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে : তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     26 June, 2021     04:12 PM    


আফগানিস্তানে বহিরাগত মার্কিন সেনা থাকলে আমাদেরও কড়া প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান। খবর আল জাজিরার।

তালেবান মুখপাত্র সুহেল শাহীন আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, ১১ই সেপ্টেম্বরের পরেও যদি মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা রাখে, তাহলে ওয়াশিংটনের সঙ্গে শান্তিচুক্তি লঙ্ঘিত হবে।

সুহেল শাহীন জানান, প্রায় ১৮ মাস ধরে আলোচনা হওয়ার পর আমরা শান্তিচুক্তিতে স্বাক্ষর করি। চুক্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ওয়াশিংটন তাদের সমস্ত সামরিক বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করবে। এমনকি উপদেষ্টা এবং ঠিকাদারদেরও প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, যদি এরা আফগানিস্তানে থাকে, তবে আমরা অবশ্যই এর শক্ত প্রতিক্রিয়া জানাব।

এর আগে, মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানায়, আফগানিস্তানে ২০ বছরের সেনা উপস্থিতির ইতি টানার জন্য ওয়াশিংটন তার সৈন্য প্রত্যাহার করে। তবে নিরাপত্তার জন্য ৬৫০ জন সৈন্য আফগানিস্তানে থাকার আশা ব্যক্ত করেছে ।

/জেআর/