| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বর্বর ধ্বংসযজ্ঞের পর ফিলিস্তিনে যুদ্ধবিরতি


বর্বর ধ্বংসযজ্ঞের পর ফিলিস্তিনে যুদ্ধবিরতি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     21 May, 2021     02:57 PM    


এগারো দিন ধরে বোমা ও বিমান হামলা চালানোর পর থেমেছে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা। গাজায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের এ বর্বর ধ্বংসযজ্ঞে ২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই ফিলিস্তিনি নারী, শিশু ও  বেসামরিক মানুষ।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই গাজার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। এসময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন।

বিবিসি আরও জানায়, গাজার উত্তরাঞ্চলে বৃহস্পতিবারও হামাসের শতাধিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালায় হামাসের যোদ্ধারা।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য সেবা বিভাগ জানায়, হামাসের রকেট হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২১ মে) ভোর থেকে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর টানা ১১ দিনের বর্বর বোমা হামলার অবসান হলো।