| |
               

মূল পাতা জাতীয় হেফাজতের সংবাদ বর্জনের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের


হেফাজতের সংবাদ বর্জনের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 March, 2021     07:57 PM    


হেফাজতে ইসলামের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। সেইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন। এরপর মিছিলটি শহরের প্রধান সড়ক (টি. এ. রোড) প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা প্রেস ক্লাব ভবন ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, অতীতের কোনো আন্দোলন-সংগ্রামের সময় প্রেসক্লাবে কখনও হামলার ঘটনা ঘটেনি।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহীম খান সাদাত প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি পীযূষ কান্তি আচার্য প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।
-জেড