| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রোহিঙ্গা শিবিরে নীরবে মারা গেলেন মিয়ানমারের শতবর্ষী আলেম


রোহিঙ্গা শিবিরে নীরবে মারা গেলেন মিয়ানমারের শতবর্ষী আলেম


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 January, 2021     11:11 AM    


রোহিঙ্গা শরণার্থী শিবিরে এক প্রকার নীরবে-নিভৃতেই পরপারে পাড়ি জমালেন মিয়ানমারের প্রবীণ আলেম মুফতি ক্বারী মুহাম্মদ ইরশাদ হুসাইন ক্বাসিমী। সোমবার (১৮ জানুয়ারি) দুপুর দুইটায় কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে তার জানাজা সম্পন্ন হওয়ার কথা।

জানা য়ায়, ক্বারী মুহাম্মদ ইরশাদ হুসাইন ক্বাসিমীর নিবাস ছিল বার্মার মুংগডুতে। তিনি আরাকান মুসলিমদের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে প্রাতিষ্ঠানিক পড়াশুনা সম্পন্ন করার পর আরাকানের মুংগডুতে জামিয়াতুল আশরাফিয়ার শাইখুল হাদীস হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বার্মার সরকারি চ্যানেলে কুরআন তিলাওয়াত করতেন।

রোহিঙ্গাদের ওপর সামরিক জান্তার অমানবিক নির্যাতনের সময় তার নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাঁর ওপর অকথ্য নির্যাতন চালানো হলে তিনি বাংলাদেশে চলে আসতে বাধ্য হন। মৃত্যুকালে তাঁর বয়স ১১০ বছর হয়েছিল বলে তার আত্মীয়-স্বজনের ধারণা।
-জেড