| |
               

মূল পাতা উপমহাদেশ অযোধ্যায় মসজিদ নির্মাণের সূচনা ২৬ জানুয়ারি


অযোধ্যায় মসজিদ নির্মাণের সূচনা ২৬ জানুয়ারি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 January, 2021     10:54 AM    


উগ্র হিন্দুত্ববাদী ভারতীয়দের হিংস্র আক্রমণে ধ্বংস ঐতিহাসিক বাবরি মসজিদ-এর বদলে বাবরি মসজিদের জায়গা থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে।

জানা গেছে, ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় আলোচিত মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। আগামী ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসের দিন মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে।

অযোধ্যার যেখানে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ হচ্ছে, সেখান থেকে ২৫ কিলোমিটার দূরে দ্য ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট পাঁচ একর জমির ওপর এই মসজিদ নির্মাণ করবে।

মসজিদের পাশাপাশি ওই জমিতে তৈরি হবে গবেষণাকেন্দ্র, গ্রন্থাগার, হাসপাতাল, কমিউনিটি কিচেন।  দ্য ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।
-জেড