| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪২


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪২


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 January, 2021     10:58 AM    


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ঘটা এ ভূমিকম্পে আরও আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

অন্যদিকে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আরও ভূমিকম্প হতে পারে এবং তা সুনামি ডেকে আনতে পারে। এসব জায়গায় ধ্বংসস্তুপের নিচে কিছু মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কয়েক জায়গায় ভূমিধস হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়, সেতু ক্ষত্রিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ৩০০ ঘরবাড়ি, দুটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি হাসপাতাল ও প্রাদেশিক গভর্নরের কার্যালয় ধসে পড়েছে।

ভূমিকম্পে হতাহতের পাশাপাশি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন। কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
-জেড