| |
               

মূল পাতা জাতীয় ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে করোনা ভ্যাকসিন আসছে বাংলাদেশে


২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে করোনা ভ্যাকসিন আসছে বাংলাদেশে


রহমত টোয়েন্টিফোর ডটকম     11 January, 2021     05:13 PM    


জানুয়ারির ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ি বেক্সিমকো ফার্মা এই টিকা আনবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম। 

সোমবার (১১ জানুয়ারি)  বিকালে অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। দেশে টিকা প্রয়োগে সরকারের পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

অধ্যাপক এ বি এম খুরশিদ আলম আরো জানান, বেক্সিমকো টিকা আনার পর তাদের ওয়ারহাউজে দুই দিন রাখবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ি নির্ধারিত স্থানে পৌঁছে দেবে। জনমনে টিকা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।