| |
               

মূল পাতা জাতীয় বুধবার থেকে হতে পারে শৈত্যপ্রবাহ


বুধবার থেকে হতে পারে শৈত্যপ্রবাহ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 January, 2021     12:42 PM    


বৈশ্বিক উষ্ণায়নের কারণে শীত-গ্রীষ্ম-বর্ষার চরিত্রে অস্বাভাবিক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে গত কয়েক বছর ধরে। এবারও শীত স্বাভাবিক আচরণ করছে না। প্রত্যন্ত অঞ্চলে শীত পড়লেও রাজধানীতে শীতে অস্বাভাবিক তাপমাত্রা।

এর মধ্যে আবহাওয়া অফিস সূত্রে জানা গেল, বুধবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।  মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমে আসতে পারে।

সোমবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।

তিনি বলেন, ‘তাপমাত্রা এখনও কমেনি। বরং গত রোববার যে তাপমাত্রা ছিল, সেই তুলনায় আজকে (সোমবার) একটু বেড়েছে। তবে আগামীকাল (মঙ্গলবার) থেকে কমতে পারে। আর বুধবার থেকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে।’
-জেড