| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের সাথে সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে সৌদির : ইরান


ইসরাইলের সাথে সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে সৌদির : ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 December, 2020     12:28 PM    


সৌদি আরব ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না বলে সতর্ক করে দিয়েছে ইরান।

ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন। খবর পার্সটুডের।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তাবেদারি করে সৌদি আরব নিজের নিরাপত্তাহীনতাই কেবল বাড়াচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদির আগ্রাসনকে তিনি ওয়াশিংটন ও তেল আবিবের একটি প্রকল্প, যা বাস্তবায়ন করে দিচ্ছে সৌদি আরব।’

তিনি আরও বলেন, ‘আপস প্রক্রিয়ায় যদি মুসলিমদেশগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয়, তবে তা অবশ্যই বর্জনীয়।’

এসময় আমির কিছু আরব দেশ আপস প্রক্রিয়ার মাধ্যমে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতিযোগিতায় নেমেছে তাতে দুঃখ প্রকাশ করেন।

বিশ্লেষকদের ধারণা, গত কয়েক মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে সৌদি আরবের সবুজ সংকেত নিয়েই তেল আবিবকে স্বীকৃতি দিয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো সৌদি আরবও সব রাখঢাক ঝেড়ে ফেলে কুদস দখলদার ইসরাইলের সাথে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিতে পারে।
-জেড