| |
               

মূল পাতা আন্তর্জাতিক হোয়াইট হাউসে কাশ্মিরি মেয়ে


হোয়াইট হাউসে কাশ্মিরি মেয়ে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 December, 2020     11:14 AM    


তার নাম আয়েশা শাহ। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন তার ডিজিটাল টিমের শীর্ষ পদে বসালেন এই কাশ্মিরের মেয়েকে। হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারশিপ ম্যানেজারের পদে নিযুক্ত হলেন আয়েশা।

ডিজিটাল স্ট্র্যাটেজি দলের ডিরেক্টর জেনারেল রব ফ্ল্যাহার্টির অধীনেই কাজ করবেন আয়েশা। কাশ্মিরে জন্ম হলেও আয়েশার বেড়ে ওঠা এবং পড়াশোনা সবটাই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতেই।

ডিজিটাল দুনিয়ায় আয়েশার বায়োডেটা দুর্দান্ত। হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে তিনি স্মিথসন ইনস্টিটিউশনের অ্যাডভান্সমেন্ট ম্যানেজার পদে কাজ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট বাইডেনের শিবিরেও ছিলেন আয়েশা। সামলেছেন ডিজিটাল প্রচারের গুরুদায়িত্ব। বিবিসি

-জেড