| |
               

মূল পাতা সারাদেশ কামরাঙ্গীরচরে ৬ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ, দুই লাখ টাকা জরিমানা


কামরাঙ্গীরচরে ৬ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ, দুই লাখ টাকা জরিমানা


রহমত টোয়েন্টিফোর ডটকম     28 December, 2020     11:34 PM    


রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিংব্যাগ উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২। অভিযানে ছয় লাখ ২০ হাজার টাকার পলিথিনের ব্যাগ জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার গভীররাতে কামরাঙ্গীচরে রুনা প্লাস্টিক নামে একটি পলিথিনের শপিংব্যাগ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি আরো বলেন, রুনা প্লাস্টিক ফ্যাক্টরি সরকার নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিংব্যাগ উৎপাদন, আমদানি ও বাজারজাত করার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ফ্যাক্টরি থেকে আনুমানিক ছয় লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিংব্যাগ জব্দ করেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।  


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: