| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই : ড. কামাল


ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই : ড. কামাল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 December, 2020     03:52 PM    


ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।’

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলী রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, ‘ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এর থেকে উত্তোরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, গণফোরামে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানানো হবে।
-জেড