| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কে করোনা হাসপাতালে আগুন, নিহত ৮


তুরস্কে করোনা হাসপাতালে আগুন, নিহত ৮


মুসলিম বিশ্ব ডেস্ক     19 December, 2020     06:21 PM    


তুরস্কের একটি করোনা হাসপাতালে অক্সিজেন বিস্ফোরণে আগুন ধরে ৮জন রোগী মারা গেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গাজিয়েন্টপ প্রদেশের সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা রোগীদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) এ দুর্ঘটনা ঘটে। খবর টিআরটি ওয়াল্ডের।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে সাতজন মারা যায় এবং একজনকে হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত উচ্চ তাপমাত্রার অক্সিজেন ভেন্টিলেটর বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে।

আইসিইউতে চিকিৎসা নেওয়া ১৪ জন করোনা রোগীকে তৎক্ষণাত পার্শ্বর্তী হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দল দ্রুততর সময়ে ঘটনাস্থলে এসে অগ্নি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল তদন্ত শুরু করা হয়েছে। নিহত ব্যক্তিরা ৬৫ থেকে ৮৫ বছর বয়সের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তুরস্ক প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র ইবরাহিম কালিন মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড