| |
               

মূল পাতা সারাদেশ জয়পুরহাটে বাসে ট্রেনের ধাক্কা : নিহত বেড়ে ১২


জয়পুরহাটে বাসে ট্রেনের ধাক্কা : নিহত বেড়ে ১২


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     19 December, 2020     11:01 AM    


নিহতের সংখ্যা বাড়ছে। জয়পুরহাটে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১২ জনে দাঁড়িয়েছে।

জানা গেছে, বাসটিকে দুমড়ে-মুচড়ে রেললাইনের উপর দিয়ে প্রায় ৫’শ মিটার দূরে হেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ১০ জন বাসযাত্রী। আহত হয় আরও কয়েকজন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আর দু’জনের মৃত্যু হয়। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাসটি। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এ সময় এ দুর্ঘটনা ঘটে।
-জেড

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: