| |
               

মূল পাতা সারাদেশ কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর : ৪ জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ


কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর : ৪ জনকেই ছেড়ে দিয়েছে পুলিশ


কুষ্টিয়া প্রতিনিধি     19 December, 2020     10:49 AM    


জিজ্ঞাসাবাদে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কোনও গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় সন্দেহভাজন কুষ্টিয়া কয়া মহা বিদ্যালয়লের অধ্যক্ষ হারুন অর রশিদ, পরিচালনা পরিষদের সভাপতি নিজামুল হক চুন্নু, নৈশ প্রহরী খলিলুর রহমান এবং কয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আনিছুর রহমানকে ছেড়ে দিয়েছে পুলিশ।

গতরাত সাড়ে ১১টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। তবে তাদের উপর নজরদারি রাখা হবে বলেও তিনি জানান। ওসি আরো বলেন, অভিযান অব্যাহত আছে। ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে কে বা কারা কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের বাঘা যতীনের ভাস্কর্যের মুখ এবং নাক ভেঙে ফেলে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকালই এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুন অর রশিদ, পরিচালনা পরিষদের সভাপতি নিজামুল হক চুন্নু, নৈশ প্রহরী খলিলুর রহমান এবং কয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আনিছুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিলো।
-জেড

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: