| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া


যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া


    10 October, 2020     10:06 PM    


অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখে টানা ১৪ দিন সশস্ত্র সংঘাতের পর রাশিয়ার মধ্যস্থতায় এই সুখবর এলো।

শুক্রবার (৯ অক্টোবর) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (আজ) থেকেই যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া।

জানা গেছে, রাশিয়ার উদ্যোগে মস্কোয় বৈঠকে বসেন আর্মেনিয়া ও আজারবাইজানের শীর্ষ কূটনীতিকরা। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মন হন।

এর আগে, আধিপত্য বিস্তার নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে ককেশাসের দক্ষিণাঞ্চলে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। এতে উভয় পক্ষের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।