| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এবার সৌদি আরব-ইরাকে ভূমিকম্প


এবার সৌদি আরব-ইরাকে ভূমিকম্প


রহমত নিউজ     24 November, 2025     01:01 PM    


মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও ইরাক আবারও হালকা ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে। অল্পমাত্রার এই ভূ-কম্পন স্থানীয়দের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি করলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২৩ নভেম্বর) সৌদি জিওলজিক্যাল সার্ভের বরাতে এ খবর জানায় সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সৌদি জিওলজিক্যাল সার্ভে ৩ দশমিক ৪৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হারেত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ।

হারেত আল-শাকা এলাকাটি সৌদি আরবের আগ্নেয়গিরির লাভাগঠিত অঞ্চলের মধ্যে অন্যতম। এছাড়া একই সময়ে ইরাকে ৫ দশমিক শুন্য নয় মাত্রার একটি ভূকম্পন রেকর্ড করার তথ্যও জানায় সৌদি জিওলজিক্যাল সার্ভে।