| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মধ্য এশিয়ায় ফল রপ্তানি শুরু করছে আফগানিস্তান


মধ্য এশিয়ায় ফল রপ্তানি শুরু করছে আফগানিস্তান


শেখ আশরাফুল ইসলাম     23 November, 2025     11:41 AM    


আগামী শনিবার থেকে মধ্য এশিয়ার দেশগুলোতে ফল রপ্তানির জোরদার প্রস্তুতি নিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। 

শনিবার ( নভেম্বর) হুরররিয়াত রেডিও’র প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়। হুররিয়াত রেডিওকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বালখ প্রদেশের সরকারি কর্মকর্তারা।

সূত্রে জানা যায়, ফল রপ্তানির লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে হাইরাতান বন্দর এলাকায় একটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সূত্রে আরও জানা যায়, আফগানিস্তান আগামী শনিবার থেকে মধ্য এশিয়ার দেশে ফল রপ্তানি শুরু করতে যাচ্ছে। পর্যায়ক্রমে এশিয়া ও ইউরোপের অন্যান্য দেশেও রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগের ফলে আফগানিস্তানের অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে। তবে সুষ্ঠুভাবে রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোও শীগ্রই কাটিয়ে উঠতে হবে।

সূত্র : হুররিয়াত রেডিও, দ্য ইকোনমিক টাইমস