| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মানবতাবিরোধী অপরাধে হাসিনার রায় আগামীকাল; মাঠে থাকবে সমমনা ৮ দল


মানবতাবিরোধী অপরাধে হাসিনার রায় আগামীকাল; মাঠে থাকবে সমমনা ৮ দল


রহমত নিউজ     16 November, 2025     02:49 PM    


আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে। এর এ উপলক্ষ্যে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতসহ আন্দোলনরত সমমনা ৮ দল। 

আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয় দলগুলো।

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এজন্যই এই কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো।

সংবাদসম্মেলনে জামায়াত সেক্রেটারি  মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্খা, তার আংশিক পূরণ হয়েছে। ৮ দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ হয়নি, সেগুলো আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।