| |
               

মূল পাতা আন্তর্জাতিক শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত : বিক্রম মিশ্রি


শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত : বিক্রম মিশ্রি


রহমত নিউজ     06 October, 2025     02:49 PM    


বাংলাদেশের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে অবস্থান জানাল ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছে, তাই এ মুহূর্তে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা ভারতের পক্ষে সম্ভব নয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ- ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব।

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভারত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে-  বাংলাদেশের  মানুষের এমন ধারণা প্রসংগে ভারতের পররাষ্ট্র সচিব জানান, এটা একটা ভুল ধারণা। ভারত একদল মানুষকে সমর্থন করছে, আরেকদল মানুষকে করছে না, এটা ঠিক না। সবার অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলে আশা করে ভারত। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, এটাই প্রত্যাশা।

বিক্রম মিশ্রি বলেন, নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, ভারত তাদের সাথে কাজ করবে। ভারত পেছনে তাকাতে চায় না। অনেকেই বলে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নেই। তারপরও ভারত এই সরকারের সঙ্গে কাজ করছে। ভারত সম্পর্ক ভালো চায়, শক্তিশালী করতে চায়, অতীতে যাই ঘটুক না কেন।