মূল পাতা মুসলিম বিশ্ব ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী; যেসব বিষয় নিয়ে হবে আলোচনা
শেখ আশরাফুল ইসলাম 06 October, 2025 02:43 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির নয়াদিল্লি সফরে কূটনৈতিক সম্পর্ক দূতাবাস পর্যায়ে উন্নীত করা, দুদেশের মধ্যে ভিসা ও নাগরিক সেবা কার্যক্রম বাড়ানো এবং নিরাপত্তা বিষয়ক আলোচনা ও এই খাতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে।
রোববার (৫ অক্টোবর) টোলো নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনের একটি অংশে বলা হয়েছে, মাওলানা মুত্তাকির সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাবুলে ভারতের দূতাবাসের কার্যক্রম পুনরায় পূর্ণমাত্রায় চালু করা, যেন দুই দেশ পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নিয়োগ ও কনস্যুলার সেবা সম্প্রসারণে একমত হতে পারে। এতে দুদেশের মধ্যে সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ের যোগাযোগ ও সম্পর্ক স্থাপন সম্ভব হবে।
রাজনৈতিক বিশ্লেষক আজিজ মারিজ বলেন, যদি ভারত আফগানিস্তানকে স্বীকৃতি দেয়, তাহলে অন্য দেশগুলোও হয়তো সেই পথে হাঁটতে উৎসাহিত হবে। তবে তারা ভারতের প্রভাবে নয়, নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।
এর আগে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের স্বীকৃতি দেওয়া, মাওলানা মুত্তাকির এই সফরের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক জানাত ফাহিম চাকারি বলেন, ভারতের সঙ্গে এই সফর আফগানিস্তানের জন্য বড় একটি সুযোগ। এর মাধ্যমে দেশটি ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা পেতে পারে।
উল্লেখ : মাওলানা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি আগামী ৯ অক্টোবর ভারত সফর যাবেন। তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর এই প্রথম কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা নয়াদিল্লি সফরে যাচ্ছেন।
সূত্র : টোলো নিউজ