| |
               

মূল পাতা রাজনীতি জুম’আর নামাজের পর বায়তুল মোকাররমে খেলাফত আন্দোলনের বিক্ষোভ


জুম’আর নামাজের পর বায়তুল মোকাররমে খেলাফত আন্দোলনের বিক্ষোভ


রহমত নিউজ     12 September, 2025     11:32 AM    


প্রাথমিক বিদ্যালয়ে  ট্রান্সজেন্ডার ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে জুম’আর নামাজের পর বিক্ষোভ করবে দলটি।

খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বিক্ষোভে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই দাবি মুসলমানদের। আমরা আমাদের সন্তানদের জন্য যদি ইসলামী মূল্যবোধ সম্পন্ন নিরাপদ একটা সমাজ রেখে যেতে না পারি, তবে এর থেকে ভয়াবহ ব্যাপার আর কিছু হবে না।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়ানোর পরিবর্তে সঙ্গীতের ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের উদ্যোগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য গ্রহণযোগ্য নয়।

অতএব, আপনারা সবাই আজ বায়তুল মোকাররমে আসুন। আমাদের সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভে যোগ দিন।